সুপ্রিয় পাঠক! হক বা
সত্য দ্বীন তথা ইসলাম আসার পরও অনেকে সঠিক দ্বীন পালনে ব্যর্থ হয়েছে, যা
বিভিন্ন কারণ উপকারণের ফলে। এর প্রতিফল স্বরূপ আজ সমাজে এমনও কথা শুনতে হয়
যে, আমি ওমুক মাযহাব মানি অতএব এ সুন্নাতটি আমার পক্ষে গ্রহণ করা অসম্ভব
ইত্যাদি কথা। এছাড়াও নিজস্ব তরীকা, দল ও মতামত তো আছেই। একজন মুসলিমের
ঈমানী দায়িত্ব হল, হক খোজ করা এবং তা হক বলে সাব্যস্ত হলে গ্রহণ করা। উক্ত
উদেশ্যকে সামনে রেখে আপনাদের উদেশ্যে আবু আব্দুল্লাহ মুহাম্মাদ শহীদুল্লাহ
খান মাদানী কর্তৃক রচিত ‘সুন্নাতে রাসূল ও চার ইমামের অবস্থান’ নামক বইটি পিডিএফ ভার্সনে পেশ করা হল।
‘সুন্নাতে রাসূল ও চার ইমামের অবস্থান’ বইটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
No comments:
Post a Comment